মাগুর মাছের রেনুকে সাধারণত ১৫ থেকে ২০ দিন বয়স হওয়ার পর থেকে ধানী পোনা (যাকে অনেক সময় “চাল পোনা” বা “কিশোর পোনা”ও বলা হয়) হিসেবে ধরা হয়।
বয়সভিত্তিক ধাপগুলো সংক্ষেপে:
- রেনু মাছ: ১ দিন থেকে শুরু করে ১৫ দিন বয়স পর্যন্ত (দৈর্ঘ্য ১–২ সেমি)
- ধানী পোনা: ১৫–৩০ দিন বয়স পর্যন্ত (দৈর্ঘ্য প্রায় ৩–৫ সেমি)
- বড় পোনা/চাষ উপযোগী পোনা: ১ মাসের বেশি বয়সী (৫ সেমি বা তার বেশি দৈর্ঘ্যের)
এই সময়ের মধ্যে রেনুগুলোকে যত্নসহকারে নিয়মিত খাবার (যেমন চালের গুঁড়া, ফাইন ফিড বা পাউডার ফিড) দিতে হয় এবং ব্যাঙাচি, রাক্ষুসে মাছ ইত্যাদি থেকে রক্ষা করতে হয়।